রাজাপুরে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো দুই প্রাণ

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১৫: ২৮

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের গালুয়া ইউনিয়নের পাকাপোল বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভান্ডারিয়াগামী হানিফ পরিবহন ও রাজাপুরমুখী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা কয়েকজন যাত্রী লাফিয়ে মহাসড়কে পড়ে। একপর্যায়ে দুজন যাত্রী পিকআপের নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা ও থানা পুলিশ একজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অন্যজন ঘটনাস্থলেই মারা যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ পরিদর্শন করেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত