আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামালই পেলেন ধানের শীষ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামালই পেলেন ধানের শীষ

অবশেষে জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি -১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন রফিকুল ইসলাম জামাল। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক।

বিজ্ঞাপন

এর আগে তিনি ২০০৮ সালের নির্বাচনে এ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। সম্প্রতি প্রথম দফায় বিএনপির প্রার্থী ঘোষণায় ঝালকাঠি -১ আসন স্থগিত রাখা হয়। ধারনা করা হচ্ছিলো এই আসনে বিএনপি জোটের মনোনয়ন প্রত্যাশী লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানকে মনোনয়ন দেয়া হচ্ছে।

এ কারণে বিএনপি নেতা কর্মীরা কিছুটা হতাশ ছিলো। অবশেষে রফিকুল ইসলাম জামালকে মনোনয়ন দেয়ায় নেতা কর্মীদের মধ্যে অস্বস্তি কেটে গেছে এবং উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ।

এ প্রসঙ্গে রাজাপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজিজুল হক আমার দেশকে বলেন, রফিকুল ইসলাম জামাল ধানের শীষ প্রতীক পাওয়ায় রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার গন মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। বিজয় আমাদের নিশ্চিত ইনশাআল্লাহ।

দলীয় মনোনয়ন পাবার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার বিকেলে রফিকুল ইসলাম জামাল আমার দেশকে বলেন, আমাকে মনোনয়ন দেয়ায় নেতা কর্মীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। ধানের শীষ এর ঘাটিতে বিজয় আমাদের অনিবার্য ইনশাআল্লাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন