ঝালকাঠিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ঈদের শুভেচ্ছা বিনিময়

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ১৭: ২৫

ঝালকাঠিতে এবার ঈদ উদযাপন করেছেন বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী। ঝালকাঠি-২ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু এবং ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন ঝালকাঠি ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামায়াতে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

ঝালকাঠি-১ আসনে মনোনয়ন প্রত্যাশী নিউ ইয়র্ক দক্ষিণ সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা রাজাপুর কাঠিপাড়ায় তার গ্রামের বাড়ির মসজিদে ঈদের জামাতে অংশ নেন। এ আসনের অপর মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকত কাঁঠালিয়া উপজেলার ছোট কৈখালী ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেন।

ঝালকাঠি-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের খানাবাড়ি জামে মসজিদে ঈদের জামাতে অংশ নেন। এ সময় ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের মনোনয়ন প্রত্যাশীরা নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।

বিষয়:

ঝালকাঠি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত