বরিশালে প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় বার্তা সম্পাদক মো. ইলিয়াস হোসেন

দৈনিক আমার দেশ জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী

বরিশাল অফিস
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৯: ০২
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৯: ২২

আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক মো. ইলিয়াস হোসেন বলেছেন, আমার দেশ মানেই পুরো বাংলাদেশ। একমাত্র আমার দেশ পত্রিকা সব জেলা ও উপজেলা প্রতিনিধিদের সংবাদ সমান গুরুত্ব দিয়ে প্রকাশ করে থাকে। দৈনিক আমার দেশ জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী। অন্যান্য কাগজের তুলনায় বিষয় বৈচিত্র্যে আমার দেশ অনন্য।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে আমার দেশের বরিশালে জেলা উপজেলা প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় ভার্চুয়াল বৈঠকে তিনি এসব কথা বলেন।

দৈনিক আমার দেশ'র বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় তিনি আরো বলেন, আমার দেশ শুধু একটি পত্রিকা নয়, পুরো বাংলাদেশকে বাঁচানোর জন্য একটি সংগ্রাম। দেশের অনেক গুরুত্বপূর্ণ নিউজ অনন্যা পত্রিকা পরিবেশন না করলেও সেই সংবাদ আমার দেশ পত্রিকা প্রকাশ করে থাকে।

উপজেলা প্রতিনিধিদের উদ্দেশ্য কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, আমার দেশ কারো তাঁবেদারি করে না। যেসব উপজেলা প্রতিনিধিদের সংবাদ মাসে একবারও ছাপা হয়নি, সেইসব নিষ্ক্রিয় প্রতিনিধিরা আমার দেশ পত্রিকায় কাজ করার সুযোগ পাবে না।

মত বিনিময় সভায় মফস্বল সম্পাদক মো. আবু দারদা যোবায়ের বলেন, মফস্বল সাংবাদিকরাই সংবাদপত্রের প্রাণ। আমার দেশ মফস্বল সাংবাদিকদের পাঠানো সংবাদের গুরুত্ব দিয়ে প্রকাশ করে থাকে। তবে বরিশালের মতো একটি গুরুত্বপূর্ণ জেলার বিভিন্ন উপজেলা থেকে আমরা কাঙ্ক্ষিত সংবাদ আশা করছি। এসময় তিনি উপজেলার প্রতিনিধিদের বিভিন্ন বিষয়ে সংবাদ লেখার বিষয়ে পরামর্শ দেন। পাশাপাশি তিনি পত্রিকার সার্কুলেশন ও বিজ্ঞাপনের দিকে বিশেষ নজর দেওয়ারও আহবান জানান।

সভায় সার্কুলেশন ম্যানেজার মো. সামছুর রহমানও অনলাইনে যুক্ত হয়ে বিভিন্ন দিন নিদর্শনা দেন। এসময় উপস্থিত বরিশাল জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকরা আগামী ১৫ দিনের মধ্যে সার্কুলেশন বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ লেখার বিষয়ে প্রতিশ্রুতি দেন।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় আমার দেশ'র বরিশাল অফিসে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বানারীপাড়া উপজেলা প্রতিনিধি সাইদুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি এস এম ওমর আলী সানী, উজিরপুর উপজেলা প্রতিনিধি মো. মাহফুজুর রহমান মাসুম, বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি দানিসুর রহমান লিমন, হিজলা উপজেলা প্রতিনিধি ইয়ামিন মোল্লা, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাসুদ রানা, আমার দেশ পাঠক মেলার সদস্য সচিব আলহাজ্ব রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত