আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পটুয়াখালী-৪ আসন ১০ দলীয় জোটের প্রার্থী আ.লীগের উপজেলা চেয়ারম্যান

উপজেলা প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)

পটুয়াখালী-৪ আসন ১০ দলীয় জোটের প্রার্থী আ.লীগের উপজেলা চেয়ারম্যান

জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে ভোটের মাঠে। নির্বাচনে কৌশলগত কারণে পরিবর্তন হচ্ছে জোটের প্রার্থী। পটুয়াখালী-৪ আসনে জোটের প্রার্থী হচ্ছেন ডাক্তার জহির উদ্দিন আহম্মেদ।

১০ দলের যে জোট গঠন করা হয়েছে এর মধ্যে অন্যতম হলো খেলাফত মজলিস। আর এই খেলাফত মজলিস থেকেই জোটের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

জহির উদ্দিন আহম্মেদ রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ছিলেন।

এখানে জোটের প্রার্থী হওয়ার কথা ছিল ইসলামী আন্দোলনের অধ্যক্ষ মোস্তাফিজের। জোট ভেঙ্গে যাওয়ার কারণে জহির উদ্দিন আহমেদের জনপ্রিয়তা ও আওয়ামী লীগের ভোটকে টার্গেট করে তাকে জোটেরপ্রার্থী করা হয়েছে।

ডা. জহির উদ্দিন আহম্মেদ আমার দেশকে জানান, জোটের প্রার্থী হিসেবে এখানে আমাকে চূড়ান্ত করা হয়েছে। এখানে জোটের প্রার্থীরা আগামীকাল তাদের প্রার্থিতা প্রত্যাহার করবে।

জেলা জামায়াতে আমির এডভোকেট নাজমুল আহসান বলেন, এখানে আমাদের জোট থেকে খেলাফত মজলিসের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদকে চূড়ান্ত করা হয়েছে। আজ না হয় কাল আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন