চিকিৎসকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ২৮

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. শামসুল ইসলাম সোহেল ও চিকিৎসক (মেডিক্যাল অফিসার) মুহা. উমর ফারুক জাবিরের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার সকালে বরগুনা–বাকেরগঞ্জ সড়কের সুবিদখালী রহমান ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে ২ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়।

বিজ্ঞাপন

পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শামসুল ইসলাম সোহেল ও উমর ফারুক জাবিরের বিরুদ্ধে বিভ্রান্তিকর একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন প্রকাশের পরপরই কোনো তদন্ত ছাড়াই হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শামসুল ইসলাম সোহেল ও উমর ফারুক জাবিরকে অন্যত্র বদলির আদেশ দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

বিক্ষোভকারীরা বলেন, তদন্ত ছাড়াই মিথ্যা অভিযোগে হঠাৎ করে এভাবে দু’জন গুণী চিকিৎসকের বদলি সাধারণ মানুষ মেনে নেবে না। তাছাড়া এ আদেশ কার্যকর হলে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দারুণভাবে ব্যাহত হবে। তাই বদলির আদেশ প্রত্যাহারের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেয়া সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম বলেন, চিকিৎসক শামসুল ইসলাম সোহেল ও উমর ফারুক জাবির উপজেলার হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তারা হাসপাতালে যোগদান করার পর হাসপাতালে চিকিৎসা সেবার মান বৃদ্ধি পেয়েছে। মিথ্যা অপবাদে তাদের হঠাৎ বদলি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা চাই অবিলম্বে এ আদেশ প্রত্যাহার করে তাদের কর্মস্থলে পুনর্বহাল করা হোক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, স্থানীয় জনসাধারণের দাবির প্রেক্ষিতে সম্প্রতি বদলির আদেশপ্রাপ্ত দুজন চিকিৎসকের আদেশ প্রত্যাহার চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, উপজেলা হাসপাতালের দুজন চিকিৎসক বদলির আদেশের প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এবং বদলির আদেশ প্রত্যাহার চেয়ে একটি স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিটি জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত