ফেনীর দাগনভূঁইয়ায় বাস উল্টে নিহত ৩

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১: ৩৪
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১৩: ০৭
ছবি: আমার দেশ

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারের লাকী রোড়ের মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ওই ইউনিয়নের খুশিপুর এলাকার শহিদুলের স্ত্রী শামীমা আরা বেগম (৫০) ও দক্ষিণ জয়লষ্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)। অপর জনের পরিচয় জানা যায়নি। হাসপাতালে ৮ জনের বেশি চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের আরএমও ডাঃ শাহরিয়ার মাহমুদ গণমাধ্যমকে তিন জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের ওইস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে পাশের একটি দোকানে পড়ে। মহিপাল হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো: হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার শিকার বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত