এবারের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ফেনী গার্লস ক্যাডেট কলেজের শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কুমিল্লা শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলের বরাত দিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদরুন নাহার দৈনিক আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, এবার ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৪৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে সবাই জিপিএ-৫ অর্জন করেছে।
এতে তিনি আরও উল্লেখ করেছেন, সেনা সদরের দিকনির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলীর আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান ও সুশৃঙ্খল পরিবেশ ভালো এ অর্জনে ভূমিকা

