আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেনীতে বিদ্যুৎ স্পৃষ্টে মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে বিদ্যুৎ স্পৃষ্টে মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু
ছবি: আমার দেশ।

ফেনীর সোনাগাজীতে বিদ্যুৎ স্পৃষ্টে কামরুল হাসান রাব্বি (১৫) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামে রোববার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
সেই চরলামছি কমান্ডার বাজারের ব্যবসায়ী কামাল উদ্দিনের ছেলে এবং আমিরাদ মোশাররফ-মোয়াজ্জেম ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল (দশম) শ্রেণির ছাত্র। ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
নিহতের পরিবার, পুলিশ ও এলাকাবাসী জানায়, রাব্বি তার পিতার মালিকনাধীন পোল্ট্রি খামারে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়ে মারা যান।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...