আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভুল করে হাসিনাকে প্রধানমন্ত্রী বললেন এমপি প্রার্থী জয়নাল আবেদীন

জেলা প্রতিনিধি, ফেনী

ভুল করে হাসিনাকে প্রধানমন্ত্রী বললেন এমপি প্রার্থী জয়নাল আবেদীন

‘তারেক রহমানকে বলে দিছি যে, আপনার আম্মা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে কথা দিয়ে গেছিলেন, সেগুলো আপনাকে পূরণ করতে হবে’—বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ফেনী-২ আসনে ধানের শীষের প্রার্থী জয়নাল আবদিনের (ভিপি জয়নাল) এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বক্স বাজারে জামে মসজিদের সামনে নিজ নির্বাচনি পথসভায় কর্মীদের উদ্দেশে এমন বক্তব্য দেন তিনি।

বিজ্ঞাপন

ফেসবুকে ছড়িয়ে পড়া ২৭ সেকেন্ডের একটি ভিডিওটিতে দেখা যায়, ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দিতে গিয়ে জয়নাল আবদিন বলেন, ‘এ ভোটে আমরাই বিজয়ী হবো ইনশাআল্লাহ। আমাদের এলাকার উন্নয়নের জন্য যা যা করা দরকার... গতকাল আমাদের নেতা তারেক রহমান ফেনীতে আসছিল, আপনারা কি জানেন? এসময় উপস্থিত জনতা ‘হ্যাঁ’ উত্তর দিলে তিনি বলেন, তারেক রহমানকে বলে দিছি যে, আপনার আম্মা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে কথা দিয়ে গেছিলেন, সেগুলো আপনাকে পূরণ করতে হবে। তিনি বলে গেছেন, এগুলো আমি দেখবো, ইনশাআল্লাহ।’

এসময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ প্রমুখ।

বিএনপি প্রার্থীর এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। তানভীর ইসলাম মিলন নামের একজন লিখেছেন, ‘উনি মুরুব্বি মানুষ। এই বয়সে তার ঘরে বিশ্রাম নেওয়ার কথা। বয়সের এই পর্যায়ে রাজনীতি করলে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। ৮২ বছর বয়সে একজন ব্যক্তি নির্বাচিত হয়ে বাস্তবে কী ভূমিকা রাখবেন? তিনি কি তরুণ প্রজন্মের ম্যান্ডেট ও চাহিদা যথাযথভাবে বুঝতে পারবেন? তার নেতৃত্বে সাধারণ মানুষ আদৌ কতটা উপকৃত হবে?’

এ বিষয়ে জানতে চাইলে ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির বলেন, ‘বক্তব্য চলাকালীন আমি অন্যমনস্ক ছিলাম। বিষয়টি পরে শুনেছি।’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, “তিনি মুরুব্বি মানুষ। ভুলক্রমে ‘স্লিপ অব টাং’ হয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি ওনার নজরে আনা হয়েছে।”

ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জয়নাল আবদিন বলেন, “আমার একটি বক্তব্যকে একটি মহল প্রযুক্তি ব্যবহার করে কুরুচিপূর্ণভাবে অপপ্রচার করছে, আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং কাউকে এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি”।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...