রামুতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৮: ৫০

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া পালং এলাকার পুরাতন জামে মসজিদের পাশের ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে রামু থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে কৃষকেরা পাশের জমিতে কাজ করতে গেলে ডোবায় ভাসমান একটি বস্তা দেখতে পান। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক কোম্পানি রামু থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

রামু থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ জানান, লাশটি প্যান্ট ও গেঞ্জি পরিহিত এবং আনুমানিক বয়স ৩৫ বছর। এখনো পরিচয় মেলেনি। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত