জেলা প্রতিনিধি, ফেনী
ফেনীতে এক সুইডেন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো ও নগদ টাকাসহ প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছে পরিবারটি।
খবর পেয়ে শনিবার (১৮ অক্টোবর) জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার সংলগ্ন চানপুর গ্রামের আজিজ উল্যা মাস্টার বাড়িতে ঘটনাটি ঘটে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, ওই রাতে আজিজ উল্যা মাস্টারের ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স ঘরের বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেইটের গ্রিল কেটে ডাকাত দল প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র প্রায় ২ কোটি টাকার মালামাল লুটে করে নিয়ে গেছে। সকালে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, বাবুল মিয়ার বড় মেয়ে লাবনী আক্তার সুইডেন প্রবাসী। সম্প্রতি তিনি দেশে এসেছেন এবং বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বাবুল মিয়ার ছোট বোন তার সঙ্গে বসবাস করে। বাবুল মিয়ার স্ত্রী, মেয়ে ও বোনের মিলিয়ে প্রায় ৭০ ভরি স্বর্ণ ডাকাতরা হাতিয়ে নেয়।
ওই রাতে বাবুল মিয়ার স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন না। ডাকাতরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে অবস্থান করা বাবুল মিয়াসহ তার দুই ভাগিনা ও দুই বোনকে বেঁধে ফেলে। বাধা দেওয়ার চেষ্টা করলে তারা বাবুল মিয়াকে বেধড়ক মারধর করে।
তাদের দাবি, স্থানীয় কতিপয় চিহ্নিত সন্ত্রাসী এ ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক কারবার, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
দাগনভূঞা থানা ওসি মোহাম্মদ ওয়াহেদ পারভেজ ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ সুপারসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ফেনীতে এক সুইডেন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো ও নগদ টাকাসহ প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছে পরিবারটি।
খবর পেয়ে শনিবার (১৮ অক্টোবর) জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার সংলগ্ন চানপুর গ্রামের আজিজ উল্যা মাস্টার বাড়িতে ঘটনাটি ঘটে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, ওই রাতে আজিজ উল্যা মাস্টারের ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স ঘরের বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেইটের গ্রিল কেটে ডাকাত দল প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র প্রায় ২ কোটি টাকার মালামাল লুটে করে নিয়ে গেছে। সকালে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, বাবুল মিয়ার বড় মেয়ে লাবনী আক্তার সুইডেন প্রবাসী। সম্প্রতি তিনি দেশে এসেছেন এবং বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বাবুল মিয়ার ছোট বোন তার সঙ্গে বসবাস করে। বাবুল মিয়ার স্ত্রী, মেয়ে ও বোনের মিলিয়ে প্রায় ৭০ ভরি স্বর্ণ ডাকাতরা হাতিয়ে নেয়।
ওই রাতে বাবুল মিয়ার স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন না। ডাকাতরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে অবস্থান করা বাবুল মিয়াসহ তার দুই ভাগিনা ও দুই বোনকে বেঁধে ফেলে। বাধা দেওয়ার চেষ্টা করলে তারা বাবুল মিয়াকে বেধড়ক মারধর করে।
তাদের দাবি, স্থানীয় কতিপয় চিহ্নিত সন্ত্রাসী এ ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক কারবার, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
দাগনভূঞা থানা ওসি মোহাম্মদ ওয়াহেদ পারভেজ ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ সুপারসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২৫ মিনিট আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
৪৪ মিনিট আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগেচলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
৩ ঘণ্টা আগে