সম্প্রীতির শহর গড়ে তুলতে চাই: চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৩৩

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমরা সম্প্রীতির শহর গড়ে তুলতে চাই। গ্রিন, ক্লিন, হেলদি ও সেফ সিটি গড়তে কাজ করে যাচ্ছি। আর সেফ সিটির অর্থ হলো, সব ধর্ম, বর্ণ, জাতি, গোত্রের মানুষ যেন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। আমরা কাউকে বিভেদে নয় বরং ঐক্যে দেখতে চাই। এ শহর আমাদের সবার, তাই সবার দায়িত্ব একে বাসযোগ্য ও নিরাপদ রাখা।

বিজ্ঞাপন

শনিবার চসিকের লাইব্রেরি সম্মেলন কক্ষে দূর্গাপূজা উপলক্ষ্যে চট্টগ্রাম নগরের ২৭৫টি পূজামণ্ডপে অনুদান প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় ২৬৭৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে প্রতিটিতে পাঁচ হাজার টাকা করে সিটি করপোরেশনের পক্ষ থেকে মোট ১৩ লাখ ৭৫ হাজার টাকা অনুদানের চেক তুলে দেন চসিক মেয়র।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পূজা চলাকালীন প্রত্যেক মণ্ডপ নিরাপদ রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চসিক কাজ করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা যেন সম্প্রীতির বন্ধনে একটি সুন্দর শহর গড়ে তুলতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, পূজার পর মণ্ডপ এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের সচিব আশরাফুল আমিনসহ সনাতন ধর্মালম্বী সংগঠনের নেতারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত