পুলিশের ওপর হামলার ৬ দিন পর বান্দরবানে ডাকাত সর্দার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৩৬

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের টহল দলের ওপর হামলার ছয় দিন পর অবশেষে ধরা পড়েছে কুখ্যাত ডাকাত সর্দার আবু সৈয়দ (২৫)।

সোমবার রাত দেড়টার দিকে পার্বত্য বান্দরবানের লামা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কক্সবাজার জেলা পুলিশ। গ্রেপ্তারের পর তার দেখানো স্থানে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের আফজালিয়া পাড়া এলাকায় টহলরত পুলিশ দলের ওপর এলোপাতাড়ি গুলি চালায় ২০ থেকে ২৫ সদস্যের একটি ডাকাত দল। এতে মহেশখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম মিয়া এবং দু’জন কনস্টেবল আহত হন।

ওই ঘটনায় আবু সৈয়দকে প্রধান আসামি করে মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন তিনি।

কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফুদ্দিন শাহীন মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাত দলের প্রধান আবু সৈয়দ মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ইউনুসখালী এলাকার বাসিন্দা। এর আগে এই মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদেই আবু সৈয়দের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর আবু সৈয়দ স্বীকার করেছে তার বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। পরে তাকে সঙ্গে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, দু’টি এলজি এবং তিনটি কার্তুজ উদ্ধার করে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত