দাঁড়িপাল্লা ন্যায়বিচার, উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতীক

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১৭: ১৮
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৭: ৪৪

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে জন আকাঙ্ক্ষার আলোকে অবশ্যই গণভোট আয়োজন করতে হবে। জনগণই নির্ধারণ করবে তারা কেমন সরকার ও রাষ্ট্রব্যবস্থা চায়। গণভোট ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

বিজ্ঞাপন

শনিবার সকালে উপজেলার কোটবাজার এম.আর. কনভেনশন চত্বরে উখিয়া-টেকনাফ ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান আরো বলেন, দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচার, উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতীক। এই প্রতীকের জয়ে দেশের মানুষ জিতবে, ভবিষ্যৎ প্রজন্ম জিতবে। তাই আগামীর নির্বাচনে সামাজিক সুবিচার ও দেশের গুণগত পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লার বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের মওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, দেশে আজ ন্যায়বিচার, অধিকার ও গণতন্ত্র চরমভাবে বিপন্ন। ইসলামি মূল্যবোধ ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে নতুন একটি ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা গড়তে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ই হবে ন্যায় ও উন্নয়নের বিজয়। জনগণের আস্থা ও দোয়া নিয়েই আমরা ইনশা আল্লাহ এই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।

সম্মেলনে সভাপতিত্ব করেন উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের পরিচালক জাহেদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত আমির মাওলানা আবুল ফজল, নায়েবে আমির মাওলানা নুরুল হক, সাধারণ সম্পাদক সুলতান আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কেন্দ্রের প্রতিনিধি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত