খাগড়াছড়ির মাটিরাঙা সীমান্তে আবার ৯ জনকে পুশইন

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১২: ৪৮
সীমান্তে পুশইন করা পুরুষ-নারীরা

খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারও পুশইনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ জুন) ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জোরপূর্বক নারী ও শিশুসহ আবারও ৯ জনকে বাংলাদেশে পুশইন করেছে।

বিজ্ঞাপন

মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম জানান, গভীর রাতে পুশইন করা ব্যক্তিদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছে। বর্তমানে খাগড়াছড়ির বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে অস্থায়ীভাবে রাখা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তত্ত্বাবধানে থাকা এসব মানুষের পরিচয় যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে এখন পর্যন্ত মোট ১৫৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত