আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টেকনাফে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৯

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

টেকনাফে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৯

টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হ্নীলায় মোটরসাইকেল-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে বাস খাদে পড়ে মোটরসাইকেল চালক নিহত ও ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টেকনাফের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

টেকনাফের নয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আবছার ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী মা-বাবার দোয়া নামক মিনিবাসের (চট্ট মেট্রো জ ১১-২০১৯) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে মোটরবাইক চালক হ্নীলা ওয়াব্রাং এলাকার নাগু সওদাগরের ছেলে জাকির আহমদ (৪০) নিহত হয়। অপর মোটরসাইকেল আরোহী মো. সিফাত (১৪) গুরুতর আহত হয়।

মিনিবাসে থাকা ৩৫ যাত্রীর মধ্যে ১৯ জন যাত্রী আহত হয় বলে জানান হাইওয়ে পুলিশ। আহতরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপের মেহেদী হাসান(১৮), কাউসার বিবি (৩৫), জান্নাত আরা (২০), লেদা মোচনীর আবু বকর ছিদ্দিক (১৭), লেদার অছিউদ্দিন (২৮)। বাকিদের নাম পাওয়া যায়নি। আহতদের টেকনাফ সদর হাসপাতাল, লেদা আইওএম হাসপাতাল ও আলিফ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন