ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সংকটে ভোগান্তিতে যাত্রীরা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১৫: ১২

ঈদুল আজহার ছুটি শেষে ফেরার পথে কুমিল্লায় বাসের সংকটে পড়েছেন যাত্রীরা। শুধু কুমিল্লা নয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদুয়ার বাজার বিশ্বরোড, আলেখারচর বিশ্বরোড ও ক্যান্টনমেন্ট এলাকায় দেখা গেছে এমন চিত্র।

বিজ্ঞাপন

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লার শাসনগাছা, জাঙ্গালিয়া ও ক্যান্টনমেন্ট বাস কাউন্টার এলাকা ঘুরে দেখা যায়, যাত্রীদের চাহিদার তুলনায় পর্যাপ্ত বাস না থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাস পাওয়া যাচ্ছে না। নোয়াখালী, চট্টগ্রাম, চাঁদপুর ও লক্ষ্মীপুর থেকে যে সকল বাস ছেড়ে আসছে সেগুলোও পরিপূর্ণ।

কুমিল্লা থেকে গার্মেন্টস কর্মী আব্দুল হাকিম ঢাকায় যাবেন। অপেক্ষা করছেন আলেখারচর বিশ্বরোড এলাকায়। তিনি জানান, ১ ঘণ্টা যাবৎ বাসের অপেক্ষায় আছি কিন্তু পাচ্ছি না। এখন ঢাকায় ফেরার পথে চরম ভোগান্তি । এরমধ্যে আবার তীব্র গরমে অসহ্য লাগছে ।

ঢাকায় ব্যবসা করেন মোহাম্মদ আক্তার হোসেন। পরিবারের সদস্যদের নিয়ে আলেখারচর বিশ্বরোড এলাকায় অপেক্ষা করছেন এক ঘণ্টা যাবৎ। বাস না পেয়ে তিনি বলেন, আগামীকাল অফিস আদালত খোলা। এজন্য ঢাকামুখী যাত্রীর চাপ। বাস পাচ্ছি না অন্য কোনো মাধ্যমেও পাচ্ছি না। কখন ঢাকা যেতে পারবো বলতে পারছি না। তীব্র গরমে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে ।

কুমিল্লা এশিয়া লাইনের বাসচালক রফিকুল ইসলাম জানান, কুমিল্লায় যাত্রীর চাপ প্রচণ্ড পরিমাণে। আমরা ঢাকা থেকে খালি আসছি কুমিল্লার যাত্রীদের ঢাকা পৌঁছানোর জন্য। তারপরও যাত্রীর চাপ কমছে না। লম্বা ছুটি শেষে আগামীকাল অফিস খোলা। এজন্যই সবাই ঢাকার দিকে ছুটছেন। সন্ধ্যার মধ্যে হয়তোবা কিছুটা স্বাভাবিক হতে পারে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ও কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. খায়রুল আলম বলেন, দীর্ঘ ছুটির পর হঠাৎ করে মানুষ এক যুগে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে। যার কারণে বাসের সংকট। আজকের দিনের মধ্যেই এই সমস্যাটা কেটে যাবে। দাউদকান্দি টোল প্লাজা সবগুলো পয়েন্টে টোল আদায় করছে। মহাসড়কে এই মুহূর্তে কোনো যানজট নেই।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত