আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাল নিয়ে চালবাজি করলে ছাড় দেয়া হবে না: খাদ্য উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো
চাল নিয়ে চালবাজি করলে ছাড় দেয়া হবে না: খাদ্য উপদেষ্টা

চাল নিয়ে চালবাজি করলে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। কেউ অস্বাভাবিকভাবে চাল মজুত করলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে চালের পর্যাপ্ত মজুত রেখে যাবে বর্তমান সরকার। বর্তমানে ১৬ লাখ টন চালের পাশাপাশি এক লাখ টন গম মজুত রয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ গম আসার পথে। ফলে চালের বাজার অস্থিতিশীল হবার কোনো সুযোগ নেই।

এ সময় খাদ্য উপদেষ্টা ওএমএস ডিলারদের তদারকি, জাহাজ থেকে খাদ্য সামগ্রী দ্রুত খালাস করতে নির্দেশনা দেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবির। এতে চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস. এম কায়ছার আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনিসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন