দুই কোটি ৩০ লাখের সড়ক ডিভাইডার এখন গলার কাঁটা

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৩: ২৭

কুমিল্লা-সিলেট সড়কে অপরিকল্পিত ভাবে ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়ক ডিভাইডার এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রায় এক কিলোমিটার সড়ক জুড়ে বেড়েছে যানজটের ভোগান্তি ও জনদুর্ভোগ। ভাঙা সড়কে ইট দিয়ে সাময়িক মেরামতের চেষ্টা করা হলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তা কয়েক দিনের মধ্যেই আবার নষ্ট হয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

দেবিদ্বার পৌর এলাকার সরকারি রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে আজগর আলী বালিকা বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার সড়কের দুই পাশে তিন ফুট করে ইটের সলিং দিয়ে মোট ছয় ফুট প্রশস্ত করা হয়। মাঝখানে স্থাপন করা হয় রোড ডিভাইডার।

জানা যায়, কাজ শেষ হওয়ার দুই মাসের মধ্যেই সড়কের অনেক অংশে ইট উঠে গেছে, ভারী যানবাহনের চাপে দেবে গেছে বেশ কিছু জায়গা। কোথাও কোথাও তৈরি হয়েছে গভীর খানাখন্দ। বৃষ্টিতে এসব জায়গা ডোবা-নালায় পরিণত হয়, সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে, বেড়ে যায় দুর্ঘটনা।

অভিযোগ রয়েছে, সড়ক উন্নয়নকাজে বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়নি। ডিভাইডার বসানো হলেও রাখা হয়নি পর্যাপ্ত ইউ-টার্ন, নেই বড় গাড়ি ঘোরানোর জায়গা। ফলে চালকরা বাধ্য হয়ে উল্টো পথে গাড়ি চালান, এতে প্রায়ই দুর্ঘটনা ঘটনা ঘটে।

এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, সড়কে ডিভাইডার দেওয়া সড়কের প্রশস্ততা বৃদ্ধি করতে ইট দিয়ে অস্থায়ী ভাবে সলিং করি, যা বৃষ্টির কারণে দেবে গর্ত সৃষ্টি হয়েছে। ডিভাইডারের দু পাশে ২৪ ফুট সড়ক ক্রংক্রিটের ডালই দিয়ে সড়ক নির্মাণ করা হবে। একাজের টেন্ডার হয়েছে খুব দ্রুত কাজ শুরু হবে ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত