আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদিকে হত্যার প্রতিবাদে দেবিদ্বারে ছাত্রজনতার বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

হাদিকে হত্যার প্রতিবাদে দেবিদ্বারে ছাত্রজনতার বিক্ষোভ
ছবি: আমার দেশ।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কুমিল্লা দেবিদ্বারে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রজনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠ থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে থানা গেইট প্রদক্ষিণ করে নিউমার্কেট মুক্তিযুদ্ধের চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবির পাশাপাশি আওয়ামী লীগের বিচার কার্যক্রম ত্বরান্বিত করা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দেবিদ্বার পৌর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি তমিজ উদ্দিন, বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক সিয়াম আহমেদ, উপজেলা শিবিরের সভাপতি সাইফুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, উপজেলা নাগরিক কমিটি আহবায়ক সদস্য রায়হান ছিদ্দিক, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব নাজমুল হাসান সরকার, বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা জহিরুল ইসলাম, মোঃ তোষার,আজিম পাঠান, ইয়াছিন আরাফাত, মোঃ ওবাইদুল হক, জোয়াসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে বাদ মাগরিব দেবিদ্বার উপজেলা মসজিদ শহীদ শরিফ ওসমান হাদি মাগফিরাতের জন্য দোয়া করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন