দৈনিক আমার দেশের কক্সবাজার স্টাফ রিপোর্টার ও সিনিয়র সাংবাদিক আনছার হোসেনের সহধর্মিণী রোকসানা আক্তার (৩৭) মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ইন্তেকাল করেছেন। সন্ধ্যায় বুকে ব্যথা অনুভূত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০টায় কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়া কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পারিবারিক জীবনে তিনি দুই পুত্রসন্তানের জননী ছিলেন।
মরহুমার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি ও ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদ সভাপতি আনোয়ার হোছাইন এবং সাধারণ সম্পাদক, দৈনিক সংগ্রাম-এর প্রতিনিধি মো. মিছবাহ উদ্দিন। তারা আল্লাহর নিকট মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং সর্বোচ্চ জান্নাত প্রার্থনা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

