আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মনোনয়ন ফরম তুলে মনিরুল হক সাক্কু বললেন: ‘ভুল করেছি, এটা ঠিক হয়নি’

জেলা প্রতিনিধি, কুমিল্লা

মনোনয়ন ফরম তুলে মনিরুল হক সাক্কু বললেন: ‘ভুল করেছি, এটা ঠিক হয়নি’

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলে কুমিল্লা সিটির সাবেক মেয়র ও বিএনপি বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু নিজের ভুল স্বীকার করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মনিরুল হক সাক্কু নিজ বাসবভনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

এর আগে রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে স্বতন্ত্র পদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার অনুসারীরা।

মনিরুল হক সাক্কু বলেন, আমিতো মনির ভাইয়ের লোক। মনির ভাইকে আমি কইয়া দাঁড়া করাইছি। এই কথাটা বলার জন্য আপনাদের ডাকাইছি। ফরম কিনাটা আমার ঠিক হয়নাই। কিন্তু ইয়াছিন ভাইয়ের কার্যক্রম আমার ভালো লাগে না। আমিতো এখনো বলি আসেন বসেন, আমার কি দোষ, আমি আপনার ব্যক্তিগত কোনো ক্ষতি করছি কিনা?’

মনিরুল হক সাক্কু সংবাদ সম্মেলনে বলেন, মনিরুল হক চৌধুরীকে ২০০১ সালে বেগম জিয়া কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগাজি স্কুল মাঠে ধানের শীষ দিয়ে ওনাকে বরণ করে নমিনেশন পর্যন্ত দিয়েছেন। এখন ২০২৫ চলছে আজ পর্যন্ত ২৫ বছর তিনি এই দলই করতেন। সেই আলোকে তিনি নমিনেশন চাইছেন, আমি চাইছি এবং হাজী ইয়াছিন ভাইও চাইছেন। এরপর ঢাকায় গুলশান অফিসে মহাসচিব সবাইকে ডাকাইছে। আমিতো বহিষ্কৃত নেতা। আমাকে পার্টি অফিসে ডাকতে পারে না। এ জন্য মহাসচিবের বাসায় আমাকে ডাকাইছে।

মনিরুল হক সাক্কু আরো বলেন, রাজনীতিতে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। বড় দল ঠিক না? কিন্তু উনি যেভাবে উত্তেজিত করে, এটাতো ঠিক না। এই কারণেই আমি গতকাল নমিনেশন নিয়েছি। ইনশাআল্লাহ আমি এটা জমা দিবো না। রাজনীতিতে রাগ করা ঠিক না। কিন্তু বাধ্য হয়ে এইসব কার্যকলাপে গেছি। আপনাদের মাধ্যমে (সাংবাদিক) কুমিল্লা- ৬ আসনে নির্বাচনি এলাকার মানুষদের জানানোর জন্য নমিনেশন নেওয়া আমার ভুল হইছে এই জন্যই আপনাদের ডেকেছি ।

বহিষ্কার প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি একবার আবেদন করেছি বহিষ্কার প্রত্যাহারের জন্য। আর আবেদন করব না। আমি দলের জন্য কাজ করি দল যদি মনে করে তাহলে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিবে । আমি ধানের শীষের লোক ।

উল্লেখ্য: কুমিল্লা- ৬ আসনে (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট) বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে । এই আসনে মনোনয়ন প্রত্যাশা ছিলেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াছিন । এই আসনে গত ১৭ বছর মামলা হামলা ও আন্দোলনে আমিনুর রশিদ ইয়াছিন নেতৃত্ব দিয়েছিলেন । কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক দুমাস ধরে ঘোষণা দিয়ে আসছেন এই আসনে আমিনুর রশিদ ইয়াছিনকে ধানের শীষ প্রতীক দেওয়া হলে তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন