আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবার জমিয়ত সভাপতিকে যে আসন ছেড়ে দিলো বিএনপি

সিলেট ব্যুরো

এবার জমিয়ত সভাপতিকে যে আসন ছেড়ে দিলো বিএনপি

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থন নিয়ে সিলেট- ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে লড়বেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক।

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাকে প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়াও জমিয়তকে ছেড়ে দেয়া বিএনপি বাকি তিনটি আসন হলো, নীলফামারী- ১ (ডোমার-ডিমলা) আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব এবং নারায়ণগঞ্জ- ৪ আসনে মাওলানা মনির হোসেন কাসেমী।

এসব আসনে দলীয় প্রার্থী দিবে না বিএনপি। তবে দলের কেউ প্রার্থী হলে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতিসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন