আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অর্ধলাখ ছাড়াল সিলেটের প্রবাসী ভোটার নিবন্ধন

সিলেট ব্যুরো

অর্ধলাখ ছাড়াল সিলেটের প্রবাসী ভোটার নিবন্ধন

সিলেট বিভাগের চার জেলায় প্রবাসী ভোটার নিবন্ধনের সংখ্যা অর্ধলাখ ছাড়িয়েছে। নিবন্ধনে এই বিভাগে শীর্ষে রয়েছে সিলেট জেলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল বিডি’ অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন প্রক্রিয়া চালু করে নির্বাচন কমিশন। গত ৩৬ দিনে এই অ্যাপে বিভাগের ৫২ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন।

মঙ্গলবার নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। তবে সিলেট অঞ্চলের বিপুল পরিমাণ মানুষ বহির্বিশ্বে বসবাস করলেও সেই তুলনায় নিবন্ধনের হার অনেকটাই কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ১৮ নভেম্বর অনলাইনে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন প্রক্রিয়া চালু করে নির্বাচন কমিশন। এই নিবন্ধন চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। সেই অনুযায়ী নিবন্ধনের সময় বাকি আছে আর মাত্র ২ দিন। সিলেট অঞ্চলের প্রায় ১০-১২ লাখ প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করলেও ১ মাস ৬ দিনে নিবন্ধনের এই সংখ্যাকে আশানুরূপ বলা যাচ্ছে না।

ইসির তথ্যমতে, ১৮ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলার মোট ৫২ হাজার ১৪২ জন প্রবাসী ভোটার হতে নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৪৬ হাজার ৮২০ জন এবং নারী মাত্র ৫ হাজার ৩২২ জন।

জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, সিলেট জেলায় সর্বোচ্চ ২৫ হাজার ৫০ জন প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ২১ হাজার ৯২১ জন ও নারী ৩ হাজার ১২৮ জন। দ্বিতীয় সর্বোচ্চ নিবন্ধন করেছেন মৌলভীবাজার জেলার প্রবাসীরা; এ জেলায় মোট নিবন্ধন করেছেন ১২ হাজার ৮৪৩ জন। যার মধ্যে পুরুষ ১১ হাজার ৭০০ জন ও নারী ১ হাজার ১৪৩ জন।

নিবন্ধনের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে সুনামগঞ্জ জেলা। এ জেলা থেকে নিবন্ধন করেছেন ৭ হাজার ৪০৩ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৮৪৬ জন ও নারী ৫৫৯ জন। সবচেয়ে কম নিবন্ধন করেছেন হবিগঞ্জ জেলার প্রবাসীরা। এ জেলা থেকে মোট ৬ হাজার ৮১৫ জন নিবন্ধন করেছেন, যার মধ্যে পুরুষ ৬ হাজার ৩২০ জন ও নারী ৪৯২ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন