আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আতিক মুজাহিদ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন আতিক মুজাহিদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন কুড়িগ্রাম-২ আসনের এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ।

কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এনসিপির নেতৃবৃন্দের হাতে মনোনয়ন পত্র তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর ১২ টায় আতিক মুজাহিদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরাত-এ-খুদা, এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, হাফিজুর রহমান খান, রাজু আহমেদ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, জাতীয় নারী শক্তির জেলা আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, জাতীয় ছাত্র শক্তির জেলা শাখার সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ।

মনোনয়ন সংগ্রহ শেষে এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া বলেন, জুলাই অভূত্থানের শক্তি হিসেবে জনগণের কাছে আমরা যথেষ্ট সারা পাচ্ছি। মাঠে-ময়দানে শাপলা কলির ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করছি। আমরা প্রত্যাশা করছি একজন শিক্ষিত ও মার্জিত প্রার্থী হিসেবে আমাদের আতিক মুজাহিদকে জনগণ বেছে নেবে। স্বাধীনতার ৫৪ বছরেও তার মতো শিক্ষিত নেতৃত্ব কুড়িগ্রামে আসেনি। তারচেয়েও বড় কথা হচ্ছে তরুণ নেতৃত্ব হিসেবে কুড়িগ্রামবাসী তাকে যথেষ্ট সমর্থন জানাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...