বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত জনসভায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) সংসদীয় আসন থেকে সর্বোচ্চ নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ।
সোমবার বিকাল ৪টায় সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীস্থ জলিল গেইট এলাকায় অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, সীতাকুণ্ডের ১২০টি ওয়ার্ড থেকে সংগঠিতভাবে নেতাকর্মীরা ঢাকায় সমাবেশে অংশ নেবেন। এ লক্ষ্যে প্রতিটি ওয়ার্ড থেকে অংশগ্রহণকারীদের নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে তালিকা প্রস্তুত করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমাবেশে লায়ন আসলাম চৌধুরী সীতাকুণ্ডে বিএনপির রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি ও কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, উন্নয়ন, গণতন্ত্র ও তরুণদের সক্রিয় অংশগ্রহণকে ভিত্তি করে সীতাকুণ্ডকে একটি উন্নয়নের রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। উন্নয়ন কোনো ব্যক্তি বা গোষ্ঠীকেন্দ্রিক নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতেই উন্নয়নের নকশা তৈরি করা হবে।
তিনি চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের রাজনীতিতে একটি যুগান্তকারী ঘটনা উল্লেখ করে বলেন, দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন রাজপথের আন্দোলনের পরিবর্তে মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার সময় এসেছে।
লায়ন আসলাম চৌধুরী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণতান্ত্রিক আদর্শ এবং বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই হবে দলের মূল লক্ষ্য।
চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন প্রসঙ্গে তিনি দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, ধানের শীষ আপনাদের ও আমাদেরই থাকবে। ঐক্যবদ্ধ শক্তিতেই নির্বাচনী মাঠে বিজয় অর্জন সম্ভব।
সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তরুণ সমাজ ভোট দিতে প্রস্তুত। তাদের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করেই আগামী দিনের রাজনীতি এগিয়ে নিতে হবে। বিএনপির নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির নতুন পথে যাত্রা করবে এবং সীতাকুণ্ড সেই অগ্রযাত্রার একটি দৃষ্টান্ত হয়ে উঠবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

