আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চকবাজারে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

চকবাজারে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

রাজধানীর চকবাজারের চাঁদনী ঘাট এলাকা থেকে এক নবজাতক পুত্রসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি চিপাগলি থেকে লাশটি উদ্ধার করা হয়।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ চাঁদনী ঘাট এলাকার একটি চিপা গলিতে কালো পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ওই নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

এসআই আশরাফুল আলম আরও জানান, উদ্ধার হওয়া নবজাতকটি একটি পুত্রসন্তান, যার বয়স আনুমানিক একদিন। কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে বিকেলে ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...