আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রামে থানার টয়লেটে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে থানার টয়লেটে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রামের চকবাজার থানার টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় অহিদুর রহমান নামে একজন পুলিশ সহকারী উপ-পরিদর্শকের লাশ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার দুপুর বারোটার দিকে থানার ব্যারাকের টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ শাখার সহকারী পুলিশ কমিশনার মো. আমিনুর রশিদ।

তিনি জানান, নিহত পুলিশ কর্মকর্তা একজন এএসআই।

গতকাল শনিবার রাতে তার নাইট ডিউটি ছিল। সকাল আটটায় তিনি ডিউটি শেষ করে থানায় আসেন এবং ব্যারাকে ঢুকেন। দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করা ব্যারাকের টয়লেট থেকে।

তিনি আরো জানান, অহিদুর রহমান গত ৭ আগস্ট সিএমপির চকবাজার থানায় যোগদান করেন। তার বাড়ি নোয়াখালীর কবিরহাটে। থানায় তিনি ব্যারাকে বসবাস করতেন ব্যাচেলর হিসেবে। তার পরিবার বাড়িতে থাকতে পারে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন