আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে পাঁচজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার রাতে বঙ্গোপসাগরের টেকনাফ নাইক্ষ্যংদিয়া তীরবর্তী এলাকায় মাছ শিকারের সময় একটি নৌকাসহ তাদের অপহরণ করা হয়।

জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে সেন্টমার্টিনের তীরবর্তী এলাকায় বঙ্গোপসাগরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন ওই জেলেরা। এ সময় স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ তাদের তুলে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, অপহৃত জেলেদের মিয়ানমারের মংডু শহরে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার মোহাম্মদ ইলিয়াস (৪১), তাঁর দুই ছেলে মোহাম্মদ নুর হোসেন (১৮) ও আক্কাল আলী (২০), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) এবং মোহাম্মদ নুর হোসেনের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (২৫)।

টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান সাংবাদিকদের জানান, তারা স্থানীয়দের মাধ্যমে জেলেদের আটকের খবর পেয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়েনি। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গণি বলেন, জেলেরা বিকেলে নাফ নদীর মোহনায় মাছ ধরতে গিয়েছিলেন। সেখানেই আরাকান আর্মির সদস্যরা তাদের অপহরণ করে। তার দাবি, অপহৃতদের মংডু শহরে নিয়ে যাওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন