স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে পাঁচজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার রাতে বঙ্গোপসাগরের টেকনাফ নাইক্ষ্যংদিয়া তীরবর্তী এলাকায় মাছ শিকারের সময় একটি নৌকাসহ তাদের অপহরণ করা হয়।
জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে সেন্টমার্টিনের তীরবর্তী এলাকায় বঙ্গোপসাগরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন ওই জেলেরা। এ সময় স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ তাদের তুলে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, অপহৃত জেলেদের মিয়ানমারের মংডু শহরে নিয়ে যাওয়া হয়েছে।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার মোহাম্মদ ইলিয়াস (৪১), তাঁর দুই ছেলে মোহাম্মদ নুর হোসেন (১৮) ও আক্কাল আলী (২০), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) এবং মোহাম্মদ নুর হোসেনের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (২৫)।
টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান সাংবাদিকদের জানান, তারা স্থানীয়দের মাধ্যমে জেলেদের আটকের খবর পেয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়েনি। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গণি বলেন, জেলেরা বিকেলে নাফ নদীর মোহনায় মাছ ধরতে গিয়েছিলেন। সেখানেই আরাকান আর্মির সদস্যরা তাদের অপহরণ করে। তার দাবি, অপহৃতদের মংডু শহরে নিয়ে যাওয়া হয়েছে।
কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে পাঁচজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার রাতে বঙ্গোপসাগরের টেকনাফ নাইক্ষ্যংদিয়া তীরবর্তী এলাকায় মাছ শিকারের সময় একটি নৌকাসহ তাদের অপহরণ করা হয়।
জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে সেন্টমার্টিনের তীরবর্তী এলাকায় বঙ্গোপসাগরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন ওই জেলেরা। এ সময় স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ তাদের তুলে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, অপহৃত জেলেদের মিয়ানমারের মংডু শহরে নিয়ে যাওয়া হয়েছে।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার মোহাম্মদ ইলিয়াস (৪১), তাঁর দুই ছেলে মোহাম্মদ নুর হোসেন (১৮) ও আক্কাল আলী (২০), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) এবং মোহাম্মদ নুর হোসেনের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (২৫)।
টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান সাংবাদিকদের জানান, তারা স্থানীয়দের মাধ্যমে জেলেদের আটকের খবর পেয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়েনি। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গণি বলেন, জেলেরা বিকেলে নাফ নদীর মোহনায় মাছ ধরতে গিয়েছিলেন। সেখানেই আরাকান আর্মির সদস্যরা তাদের অপহরণ করে। তার দাবি, অপহৃতদের মংডু শহরে নিয়ে যাওয়া হয়েছে।
নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২৫ মিনিট আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
৪৪ মিনিট আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগেচলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
৩ ঘণ্টা আগে