আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁদপুরে এহছানুল হক মিলন

ভোট দিলে যদি বেহেস্ত পেত, তাহলে মানুষ আর ধর্মকর্ম করত না

উপজেলা প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর)

ভোট দিলে যদি বেহেস্ত পেত, তাহলে মানুষ আর ধর্মকর্ম করত না

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, একটি দল নির্বাচনি প্রচারে ভোট চাওয়ার নামে বেহেস্তের টিকিট বিক্রি করছে, যা জনগণকে ধোঁকা দেওয়া ছাড়া কিছুই না। কাউকে ভোট দিলে যদি বেহেস্ত পেত, তাহলে মানুষ আর ধর্মকর্ম করত না।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়ার ১ নং সাচার ইউনিয়নের নয়াকান্দি গ্রামে নির্বাচনি প্রচারণা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমি শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন শিক্ষাঙ্গনে পরীক্ষা নকলমুক্ত করেছি। চাঁদপুরে জাটকা ইলিশ নিধন বন্ধ করেছি। চাঁদপুরে লঞ্চঘাট সঠিক জায়গায় স্থাপন করে যাত্রীদের দুর্ভোগ ও দুর্ঘটনা কমিয়েছি। আপনাদের দোয়া ও সমর্থনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আবারো সংসদ সদস্য নির্বাচিত হলে এই কচুয়া উপজেলাকে দেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষানগরী হিসেবে গড়ে তুলব।

কচুয়া উপজেলা যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে এ সময় বাংলাদেশ ওলামা দলের কেন্দ্রীয় সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মাওলানা আবুল হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক ড. আতিকুর রহমান, সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম সবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন