
চাঁদপুরে এহছানুল হক মিলন
ভোট দিলে যদি বেহেস্ত পেত, তাহলে মানুষ আর ধর্মকর্ম করত না
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, একটি দল নির্বাচনি প্রচারে ভোট চাওয়ার নামে বেহেস্তের টিকিট বিক্রি করছে, যা জনগণকে ধোঁকা দেওয়া ছাড়া কিছুই না। কাউকে ভোট দিলে যদি বেহেস্ত পেত, তাহলে মানুষ আর ধর্মকর্ম করত না।



