আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আখাউড়ায় আ.লীগের শেখ কামালসহ গ্রেপ্তার ১৪

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া
আখাউড়ায় আ.লীগের শেখ কামালসহ গ্রেপ্তার ১৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা শেখ কামালসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন। এর আগে ২৪ ঘণ্টায় পুলিশের ডেভিল হান্ট ও বিশেষ একটি অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শেখ কামাল পৌরসভার লালবাজার এলাকার মৃত শেখ ওসমানের ছেলে। তিনি আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন জানান, গ্রেপ্তার আসামি শেখ কামালকে ডেভিল হান্টের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে উপজেলার সড়ক বাজারের ভুঁইয়া আবাসিক

হোটেলসহ বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে ওই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন