আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মিরসরাইয়ের আ.লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

মিরসরাইয়ের আ.লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

মিরসরাই উপজেলা আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ সেলিমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গোয়েন্দা পুলিশ ঢাকার যাত্রাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সেলিম মিরসরাই মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মস্তাননগর এলাকার মনিরুল ইসলামের ছেলে। তাকে ঢাকার দারুস সালাম থানার একটি মামলায় আটক দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকায় সরকার বিরোধী মিছিলে অংশ নিয়েছিল সেলিম। মিছিল শেষে গোয়েন্দা নজরদারিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা (এস আই) জুয়েল সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নুর মোহাম্মদ সেলিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দারুস সালাম থানার সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...