বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনো আধিপত্যবাদকে প্রশ্রয় দেননি উল্লেখ করে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “বেগম জিয়া ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে এক লড়াকু সৈনিক। সেই জায়গা থেকে আমরা তাকে আন্তরিকভাবে অভিনন্দন ও শ্রদ্ধা জানাই।”
শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী জেলা জামায়াতে উদ্যোগে শহরের পাইলট স্কুল মাঠে আয়োজিত জনসভায় খালেদা জিয়াকে স্মরণ করে ডা. শফিকুর রহমান এ কথা বলেন।
নির্বাচনি জনসভায় ফেনীসহ ৩৬ জেলায় মেডিকেল কলেজ নির্মাণের আশ্বাস দিয়ে জামায়াত আমির বলেন, “আমরা ঘোষণা দিচ্ছি, ১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশের কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না এবং এটি হবে সরকারি মেডিকেল কলেজ। আল্লাহ যদি দেশবাসীর সেবা করার তৌফিক আমাদের দেন, ইনশাআল্লাহ, ফেনী তার পাওনা পেয়ে গর্বিত হবে।”
ফেনীবাসীকে আশ্বস্ত করে জামায়াত আমির বলেন, “এখানে যে বাঁধটির কারণে আপনাদের দুঃখ, সেই বাঁধ এখনো নির্মাণ হয়নি। আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করে এর সমাধান খুঁজে বের করব, ইনশাআল্লাহ। কারণ, আমার দেশ রক্ষা করার অধিকার আমার। এই দায়িত্ব আমাকে নিতেই হবে। এই দায়িত্ব অগ্রাহ্য করে আমরা চলতে পারব না।”
তিনি বলেন, “ফেনীতে মানসম্মত কোনো স্টেডিয়াম নেই। বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান আছে। এই জেলার বিপুলসংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন। ফেনীবাসীকে তাদের পাওনা দেবই, ইনশাআল্লাহ। ফেনী স্টেডিয়ামকে মানসম্মত ও আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে নির্মাণ করা হবে, ইনশাআল্লাহ।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

