টিকিট বিক্রি-যাত্রী হয়রানির সত্যতা পেয়েছে দুদক

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১৬: ৫৬

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের দায়িত্বরত নিরাপত্তা কর্মীর সদস্যদের কালোবাজারে টিকিট বিক্রি, যাত্রী হয়রানি ও ট্রেনের ভেতরে অব্যবস্থাপনার অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকালে চট্টগ্রাম নতুন রেলস্টেশনে এ অভিযান পরিচালনা করে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১।

বিজ্ঞাপন

দুদক সহকারী পরিচালক সাইয়েদ আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। অভিযানে দেখা যায়, রেলওয়ের একজন এনবিআর সদস্য অবৈধভাবে টিকিট বিক্রি করছেন। এছাড়া দীর্ঘদিন ধরে যাত্রীদের হয়রানি ও সেবার মান নিয়ে অভিযোগের সত্যতা মেলেছে অভিযানে।

দুদক কর্মকর্তা সাইয়েদ আলম জানান, অভিযুক্ত আরএনবির সদস্যসহ অন্যান্যদের টিকিট বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এই বিষয়ে স্টেশন ম্যানেজারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্টেশন ম্যানেজার আশ্বাস দিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের বিস্তারিত প্রতিবেদন দুদক কমিশন বরাবরে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত