রেললাইনে বসে আড্ডা, প্রাণ গেল তিনজনের

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ২১: ৫২
আপডেট : ১৯ জুন ২০২৫, ২৩: ১২
ছবি সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিন তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন-আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)। তারা সবাই মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় রেললাইনের পাশে পাঁচ বন্ধু বসে গল্প করছিলেন। হঠাৎ একটি ট্রেন চলে এলে তিনজন কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাশুক মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার প্রক্রিয়া চলছে।

রেলওয়ে পুলিশের একটি সূত্র জানায়, দুর্ঘটনার সময় ওই তরুণরা রেললাইনের মাঝখানে বসে ছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, রেললাইনের আশপাশে কোনো সতর্কীকরণ ব্যবস্থা বা ফেন্সিং না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে আহাজারি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত