রাঙামাটিতে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (কাপ্তাই) রাঙামাটি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১৯: ২৬
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৯: ৩৩

রাঙামাটির জুরাছড়ি বগাখালী সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বগাখালী বাজার থেকে মন চন্দ্র চাকমা (২২) নামে ওই ভারতীয় নাগরিককে বিজিবির একটি টহলদল আটক করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে আধার কার্ডও জব্দ করা হয়। মন চন্দ্র চাকমা ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে নংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে।

সংবাদ সম্মেলনে অধিনায়ক আরও জানান, ওই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছেন। তিনি বিভিন্ন চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত বলেও জানা গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে রাঙামাটির জুরাছড়ি থানায় হস্তান্তর করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত