আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না: আদিলুর রহমান

চট্টগ্রাম ব্যুরো
ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না: আদিলুর রহমান

বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ রুখতে পারবে না। তবে পতিত ফ্যাসিবাদী শক্তি এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না, বলে মন্তব্য করেছেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উন্নয়ন উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় সিডিএ আউটার রিংরোড জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ২৪-এর বিপ্লবে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে এক বছর আগে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছিল, তা এখনো পুরোপুরি সম্পন্ন না হলেও সরকারের আন্তরিকতার অভাব নেই। অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন ও সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম উপস্থিত ছিলেন।

এদিকে একইদিন সকালে পাঁচলাইশে তিনি শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ পরিদর্শন করে আদিলুর রহমান বলেন,'জুলাই অভ্যুত্থানে শহীদ যারা হয়েছেন, তারা এ দেশের জনগণকে ফ্যাসিবাদী সরকারের হাত থেকে রক্ষা করেছেন। আমরা তাদের কাছে ঋণী। তাদের মর্যাদা রক্ষা করা ও স্মৃতি ধরে রাখা আমাদের দায়িত্ব।'

জুলাই আন্দোলনের শহীদদের অবদানের কথা দেশের মানুষ চিরকাল মনে রাখবে বলে মন্তব্য করেন আদিলুর রহমান খান। তিনি জানান, সরকার শহীদদের পুনর্বাসন ও তাদের স্মৃতি সংরক্ষণের বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় ‘জুলাই স্মৃতি উদ্যান’ এ শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে।

তিনি আরো বলেন,বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই শহীদদের পুনর্বাসন, স্মৃতির সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আশা করি, ভবিষ্যতের নির্বাচিত সরকারগুলোও এ দায়িত্ব যথাযথভাবে পালন করবে। জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এমন স্থাপনার কাজ সরকার।

স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম জানান, ইতোমধ্যে কাজের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

এরপরে উপদেষ্টা আদিলুর রহমান খান নগরীর অক্সিজেন এলাকায় অতি বৃষ্টিতে ধসে পড়া একটি সেতুর স্থান পরিদর্শনেও যান এবং দ্রুত পুনর্নির্মাণে প্রয়োজনীয়তা ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসন,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের র্কমর্কতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

এলাকার খবর
খুঁজুন