জেলা প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক-প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের নৃশংস হত্যা এবং আফরিনের ধর্ষকের ফাঁসি নিশ্চিতের দাবিতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লা কান্দিরপাড়ের টাউন হলে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় সুমাইয়ার সহপাঠী নূর মোহাম্মদ সোহান বলেন, “আজ সুমাইয়া হত্যাকাণ্ডের ১৪ দিন অতিবাহিত হলেও আমরা ফরেনসিক রিপোর্ট পাইনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মূল ঘটনা কীভাবে ঘটেছে সে বিষয়ে আমরা এখনো কিছুই জানতে পারিনি। এই বিলম্ব সহপাঠীদের মানসিকভাবে আরও ভেঙে দিচ্ছে। তাই আমরা আজ মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করছি। আমাদের একটাই দাবি, অত্যন্ত দ্রুততার সঙ্গে ফরেনসিক রিপোর্ট প্রকাশ করা হোক। প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনা হোক এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”
শামীউন ঐশী বলেন, আমরা প্রথমে জানি ধর্ষণচেষ্টা করতে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। পরে জানতে পারি তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড নিয়ে অনেক ধোঁয়াশা। এই হত্যার পিছনে আর কোনো মদতদাতা আছে কিনা, প্রশাসনের উচিত তা খতিয়ে দেখা। এটা একটা বর্বর হত্যাকাণ্ড। পুলিশ টালবাহানা করছে। আমরা চাই সুষ্ঠু বিচার হোক। মোমবাতির আগুন আমাদের প্রতিবাদের ভাষা।
সুমাইয়ার ভাই বলেন, আমার মা আর বোনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অনতিবিলম্বে হত্যাকারীর মৃত্যুদণ্ড যাতে নিশ্চিত করা হয়। ১৫ দিনেরও বেশি সময় পার হয়ে গেলেও কেন আলামত জনসম্মুখে আনা হলো না, ময়নাতদন্ত প্রতিবেদন দেয়া হলো না, সেটি আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই। আসামির যাতে মৃত্যুদণ্ড নিশ্চিত করা যায়, সে যেন কোন ফাঁকফোকর দিয়ে বের না হতে পারে, সেই প্রত্যাশা করি।
২০২৩ সালে এই আসামি একই অপরাধ করেছে। বাদী মামলা মীমাংসা করেনি। ওই মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি। তাহলে সে কীভাবে আইনের আওতায় না এসে বিচারবহির্ভূত থাকে? সে হত্যা করার পর পুনরায় বাসায় কেন গেছে, সে কার কার সাথে যোগাযোগ করেছে, কোথায় গেছে, কেউ জড়িত ছিল কিনা সেটি খতিয়ে দেখা উচিত। আমার ভাই আইনজীবী। আমরা দেখছি কীভাবে ভালোভাবে এটা হ্যান্ডেল করা যায়। সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত করা হয়, আমরা সেই চেষ্টা করবো। বার কাউন্সিলের কেউ যাতে এই আসামির পক্ষ না নেয় আমি সেই অনুরোধ করছি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক-প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের নৃশংস হত্যা এবং আফরিনের ধর্ষকের ফাঁসি নিশ্চিতের দাবিতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লা কান্দিরপাড়ের টাউন হলে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় সুমাইয়ার সহপাঠী নূর মোহাম্মদ সোহান বলেন, “আজ সুমাইয়া হত্যাকাণ্ডের ১৪ দিন অতিবাহিত হলেও আমরা ফরেনসিক রিপোর্ট পাইনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মূল ঘটনা কীভাবে ঘটেছে সে বিষয়ে আমরা এখনো কিছুই জানতে পারিনি। এই বিলম্ব সহপাঠীদের মানসিকভাবে আরও ভেঙে দিচ্ছে। তাই আমরা আজ মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করছি। আমাদের একটাই দাবি, অত্যন্ত দ্রুততার সঙ্গে ফরেনসিক রিপোর্ট প্রকাশ করা হোক। প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনা হোক এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”
শামীউন ঐশী বলেন, আমরা প্রথমে জানি ধর্ষণচেষ্টা করতে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। পরে জানতে পারি তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড নিয়ে অনেক ধোঁয়াশা। এই হত্যার পিছনে আর কোনো মদতদাতা আছে কিনা, প্রশাসনের উচিত তা খতিয়ে দেখা। এটা একটা বর্বর হত্যাকাণ্ড। পুলিশ টালবাহানা করছে। আমরা চাই সুষ্ঠু বিচার হোক। মোমবাতির আগুন আমাদের প্রতিবাদের ভাষা।
সুমাইয়ার ভাই বলেন, আমার মা আর বোনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অনতিবিলম্বে হত্যাকারীর মৃত্যুদণ্ড যাতে নিশ্চিত করা হয়। ১৫ দিনেরও বেশি সময় পার হয়ে গেলেও কেন আলামত জনসম্মুখে আনা হলো না, ময়নাতদন্ত প্রতিবেদন দেয়া হলো না, সেটি আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই। আসামির যাতে মৃত্যুদণ্ড নিশ্চিত করা যায়, সে যেন কোন ফাঁকফোকর দিয়ে বের না হতে পারে, সেই প্রত্যাশা করি।
২০২৩ সালে এই আসামি একই অপরাধ করেছে। বাদী মামলা মীমাংসা করেনি। ওই মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি। তাহলে সে কীভাবে আইনের আওতায় না এসে বিচারবহির্ভূত থাকে? সে হত্যা করার পর পুনরায় বাসায় কেন গেছে, সে কার কার সাথে যোগাযোগ করেছে, কোথায় গেছে, কেউ জড়িত ছিল কিনা সেটি খতিয়ে দেখা উচিত। আমার ভাই আইনজীবী। আমরা দেখছি কীভাবে ভালোভাবে এটা হ্যান্ডেল করা যায়। সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত করা হয়, আমরা সেই চেষ্টা করবো। বার কাউন্সিলের কেউ যাতে এই আসামির পক্ষ না নেয় আমি সেই অনুরোধ করছি।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩১ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৮ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে