দুদকের মামলায় বদির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৭: ১৯

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে আরো দু’জনসহ মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি কেরানীগঞ্জ কারাগার থেকে যুক্ত ছিলেন আসামি আবদুর রহমান বদি।

দুদকের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রনি জানান, ‘অবৈধ সম্পদ অর্জনের মামলায় বদির বিরুদ্ধে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আসামিপক্ষ দু’জন সাক্ষীর জেরা সম্পন্ন করেছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ নভেম্বর।’

মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালে আবদুর রহমান বদির বিরুদ্ধে ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপন এবং ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পরের বছর তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়। উচ্চ আদালতের স্থগিতাদেশে মামলাটি দীর্ঘদিন বন্ধ থাকলেও ২০১৭ সালে পুনরায় সচল হয়।

সাক্ষীরা ছিলেন ইসলাম ব্যাংক লিমিটেডের টেকনাফ শাখার সাবেক সিনিয়র অফিসার রেজাউল করিম ও সহকারী অফিসার তানভীর আলম।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত