আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুদকের মামলায় বদির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

চট্টগ্রাম ব্যুরো

দুদকের মামলায় বদির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে আরো দু’জনসহ মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি কেরানীগঞ্জ কারাগার থেকে যুক্ত ছিলেন আসামি আবদুর রহমান বদি।

দুদকের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রনি জানান, ‘অবৈধ সম্পদ অর্জনের মামলায় বদির বিরুদ্ধে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আসামিপক্ষ দু’জন সাক্ষীর জেরা সম্পন্ন করেছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ নভেম্বর।’

মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালে আবদুর রহমান বদির বিরুদ্ধে ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপন এবং ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পরের বছর তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়। উচ্চ আদালতের স্থগিতাদেশে মামলাটি দীর্ঘদিন বন্ধ থাকলেও ২০১৭ সালে পুনরায় সচল হয়।

সাক্ষীরা ছিলেন ইসলাম ব্যাংক লিমিটেডের টেকনাফ শাখার সাবেক সিনিয়র অফিসার রেজাউল করিম ও সহকারী অফিসার তানভীর আলম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...