কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবসে জামায়াতের দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান।
উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. বেলাল হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রহিম, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, শাহাব উদ্দিন, ইউসুফ মেম্বার, আবদুল কাদের, জালাল উদ্দিন টিপুসহ বিভিন্ন ইউনিয়ন আমীর ও সেক্রেটারিবৃন্দ। এছাড়া পৌর জামায়াত আমীর মাওলানা ইব্রাহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মোশারফ হোসেন ওপেলের পরিচালনায় পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট মু. শাহজাহান।
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত আমীর এডভোকেট মু. শাহজাহান বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতীয় শ্রেষ্ঠ সন্তান। বাংলাদেশ যত দিন থাকবে, শহীদ বুদ্ধিজীবীর মানুষ ততদিন মনে রাখবে। সরকারের উচিত, শহীদ বুদ্ধিজীবীর স্মৃতি ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

