আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উখিয়ায় জলাতঙ্ক নির্মূলে ৪ হাজার কুকুরকে টিকা

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

উখিয়ায় জলাতঙ্ক নির্মূলে ৪ হাজার কুকুরকে টিকা

কক্সবাজারের উখিয়া উপজেলায় জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলায় মোট ৩ হাজার ৯৮২টি কুকুরকে টিকা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ কর্মসূচিতে মোট ৪ হাজার ৬৭৩টি কুকুরকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ৬৯১টি কুকুর টিকার বাইরে রয়ে গেছে। ফলে সার্বিকভাবে উখিয়া উপজেলায় কুকুরের টিকাদানের হার দাঁড়িয়েছে ৮৫ শতাংশ।

জানা যায়, উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ২৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত এই টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়। ইউনিয়নভিত্তিক মাঠ পর্যায়ে ঘুরে ঘুরে কুকুর শনাক্ত করে এই টিকা দেওয়া হয়।

জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে পরিচালিত এই কুকুরের টিকাদান কর্মসূচি (এমভিভি) সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাওন বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ, যা কুকুরের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। কুকুরের টিকাদান নিশ্চিত করায় মানুষের মধ্যে জলাতঙ্কের ঝুঁকি অনেকাংশে কমে যাবে।

তিনি আরও বলেন, ‘ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ’ অনুযায়ী এই টিকার কার্যকারিতা এক বছর পর্যন্ত থাকে। তাই প্রতি বছর কুকুরের টিকাদান কর্মসূচি চালু রাখা অত্যন্ত জরুরি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসরিন জেবিন চৌধুরী বলেন, উখিয়া উপজেলায় জলাতঙ্ক নির্মূলে আমরা সমন্বিতভাবে কাজ করছি। কুকুরের টিকাদানের পাশাপাশি মানুষকে সচেতন করাও আমাদের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, ভবিষ্যতে বাদ পড়া কুকুরগুলো টিকার আওতায় আনতে পুনরায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে। যাতে শতভাগ কভারেজ নিশ্চিত করা যায়, সেই চেষ্টা চলছে।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন