চৌদ্দগ্রামে সীমান্তে ২১ লাখ টাকার মাদক-আতশবাজি আটক

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৪: ৫৬
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৮: ১২

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্ত থেকে ২১ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের মাদক ও আতশবাজি আটক করেছে বিজিবি। শিবের বাজার বিওপি এবং আমানগন্ডা বিওপি’র টহল টিমের পৃথক অভিযানে অবৈধ মালামাল আটক করা হয়। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি এবং আমানগন্ডা বিওপি’র বিশেষ টহল টিম দায়িত্বপূর্ণ ভারত সীমান্ত এলাকায় গত দুই দিন মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে। সীমান্তের এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি টহল টিম কর্তৃক মালিকবিহীন অবস্থায় ২০২ কেজি গাঁজা, ১৫৫৫ বোতল ফেনসিডিল, ৭২ বোতল মদ, ২০২ বোতল ইস্কফ সিরাপ, ৪৮ বোতল বিয়ার, ৫০০ পিস স্কিন সাইন ক্রিম এবং ২০৭৭৬ পিস অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করা হয়। আটককৃত মালামালের বাজার মূল্য ২১ লাখ ২০ হাজার ৩২০ টাকা। এই মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘সীমান্তে মাদক নিয়ন্ত্রণে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তবে সামাজিকভাবে সবাই সোচ্চার হলেই মাদক নির্মূল সম্ভব হবে’।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত