ভ্রাম্যমাণ আদালতে ফেনীর ৯ জুয়াড়ির তিন দিনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১২: ১১

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নয় জুয়াড়িকে সাজা প্রদান করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) রাতে জেলার সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের কাজীরহাট বাজারস্থ একটি মার্কেটে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

সাজাপ্রাপ্তরা হলেন একই উপজেলার চরদরবেশ ইউপির চরসাহাভিকারী গ্রামের ছায়েদুল হকের ছেলে মাসুদ আলম (৩০), আবু বকর ছিদ্দিকের ছেলে মোহাম্মদ শাহাজাহান (৪০), আবু তাহেরের ছেলে মোহাম্মদ সিরাজ (৪০), বগাদানা গ্রামের আবুল কালামের ছেলে মোশারফ হোসেন (২৫), আব্দুল কাদেরের ছেলে বেলায়েত হোসেন(৩০), জয়নাল আবেদীনের ছেলে আজগর হোসেন জনি (২৬), মজিদের রহমানের ছেলে সাখাওয়াত হোসেন (২৮), নুরুল ইসলামের ছেলে সিরাজ (৩৮),আউরারখিল গ্রামের ছোলেমানের ছেলে খলিল (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই মার্কেটের একটি কক্ষে জুয়ার আসর বসানোর গোপন সংবাদ পেয়ে সন্ধ্যা ৭টায় সেখানে

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি টিম।

এ সময় মার্কেটির মালিক মোহাম্মদ সিরাজসহ নয়জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজতে থাকা নগদ টাকাসহ জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।

এ ঘটনায় স্থানীয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা জুয়া আইন ১৮৬৭-এর ০৪ ধারা মোতাবেক তাদের প্রত্যেককে তাৎক্ষণিক তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন 'দৈনিক আমার দেশ'কে এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে তাদের কারাগারে পাঠানো হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত