শহীদ জিয়া-তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি না করার আহ্বান

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১২: ৩৫

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাদের নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ মন্তব্য এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফিজুর রহমান আশিক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় বাঁশখালীর একটি রেস্টুরেন্টে কর্মরত জাতীয় দৈনিক পত্রিকার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ এবং প্রতিবাদ জানান তিনি।

দীর্ঘদিন গুম করে রাখা সাবেক এই ছাত্রনেতা বলেন, গুমের ম্যাটিকুলাস প্ল্যানিংয়ে বলা ছিল, গুম থেকে ফেরত যাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলা যাবে না। বললে আবাবো গুম করে মেরে ফেলা হবে।

ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সবচেয়ে নৃশংস হাতিয়ার ছিল জোরপূর্বক গুম। সেই অমানবিক ও বিভীষিকাময় নির্যাতনের শিকার ছাত্রনেতা আশিক আরো বলেন, তারেক রহমান নতুন বাংলাদেশ তৈরির কারিগর। যারা কখনো ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা ভাবেনি, তারাই আজ জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন।

দ্রুততম সময়ের মধ্যে একটি জাতীয় নির্বাচন দিয়ে দেশের সংকট নিরসনের আহ্বান জানান তিনি। অশালীন মন্তব্যকারীদের এসব কাজ থেকে বিরত থাকারও অনুরোধ করেন আশিক।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত