হাসিনাকে জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী বলা বিএনপি নেতাকে শোকজ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৫: ৫২

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‌জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী (স্ত্রী) সম্বোধন করা বিএনপি নেতা মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) দুপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এএফএম তারেক মুন্সী সই করা এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ পাঠানো হয়।

BNP_com
BNP_com

গত ৭ নভেম্বর তিতাস উপজেলার গাজিপুরে তিতাস ভবনে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম তার বক্তব্যে বলেন "১১ সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি" তাৎক্ষণিক আবার বলেন শেখ খালেদা জিয়াকে,তখন উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিকদেরকে ভিডিও বন্ধ করার জন্য বারণ করতে শোনা যায়। গত ৭ নভেম্বর তিতাস উপজেলার গাজিপুর তিতাস ভবনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিতাস উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভুঁইয়া এমন বক্তব্য দেন। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি মো.ওসমান গনি ভুঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার।

এ বিষয়ে মেহেদি হাসান সেলিম তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে লিখেছেন, ৭ নভেম্বর ২০২৫ ইং তারিখ, সকাল ১১টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের তিতাস ভবনে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছিলাম। তখন ভুলক্রমে বক্তব্যের সেস পর্যায়ে আমি অন্য একটি নাম উল্লেখ করি সাথে সাথে ভুল বুঝতে পেরে উপস্থিত নেতৃবৃন্দের সাথে আমি ক্ষমা প্রার্থনা করি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত