শিবির সভাপতি

হাসিনার মতো রক্তখেকো প্রধানমন্ত্রী হওয়ায় দেশের অবস্থা খারাপ হয়েছে

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ২১: ৪৫

ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আমাদের দেশের অবস্থা খারাপ হয়েছে মমতাজরা পলিসি ম্যাকার হওয়ার কারণে। ওবায়দুল কাদেরের মতো সাইকোপ্যাথ রাজনীতিবিদ হওয়ার কারণে। হাসিনার মতো রক্তখেকো মহিলা দেশের প্রধানমন্ত্রী হওয়ার কারণে।

সোমবার নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চট্টগ্রাম মহানগর দক্ষিণ শিবির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত সহস্রাধিক শিক্ষার্থীকে ওই অনুষ্ঠান সংবর্ধনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

জাহিদুল ইসলাম বলেন, মমতাজ বেগমরা যেন আর সংসদে যেতে না পারে সেজন্যই চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে। কারণ, তারা সংসদে গিয়ে রাষ্ট্রের টাকা খরচ করে গান করত। আর স্পিকার বলতেন গান করতে। এই সংস্কৃতি বদলাতেই ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে।

শিবির সভাপতি আরো বলেন, হাসিনার মতো রক্তখেকো মহিলা প্রধানমন্ত্রী হওয়ার কারণে দেশের খারাপ অবস্থা হয়েছে। যিনি জনগণের টাকায় জীবনযাপন করেও বলেছেন যত পারো মানুষ মেরে ফেল, তবুও আমাকে ক্ষমতায় রাখো। এ দেশ নষ্ট হয়েছে অসৎ, অযোগ্য আর দেশদ্রোহী মানুষে ভরে ওঠার কারণে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ শিবিরের সভাপতি ইব্রাহিম রনি। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর হায়দার আরিফ, শিবিরের কেন্দ্রীয় মাদরাসাবিষয়ক সম্পাদক আলাউদ্দিন আবির, মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত