উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় গ্যাসের অভাবে ৯৮ দিন ধরে বন্ধ রয়েছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। এই তিনমাসে ৪৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। কারখানা চালু থাকলে প্রতিদিন ১২০০ মেট্রিক টন সার উৎপাদন হয় । যার বাজার মূল্য ৪ কোটি ৫৬ লাখ টাকা।
এছাড়া কারখানা বন্ধ থাকায় ৯ শতাধিক শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা, গ্যাস বিল, ইলেকট্রিক বিলসহ প্রায় প্রতি মাসে ১০ কোটি টাকার মতো নগদ ভর্তুকি দিতে হচ্ছে। গত ১১ এপ্রিল গ্যাসের অভাবে কারখানাটির ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
তবে পাশেই অবস্থিত বহুজাতিক সার কারখানা কাফকোতে গ্যাস সরবরাহ অব্যাহত আছে। অথচ কাফকো থেকে সিইউএফএলের সারের দাম কম। কাফকোর সার আন্তর্জাতিক বাজার দরে সরকারকে ডলার দিয়ে কিনে ভর্তুকি দিয়ে কৃষকের কাছে বিক্রি করতে হয়।
২০২৩-২৪ অর্থবছরে মাত্র পাঁচদিন চালু ছিল সরকারি এ সার কারখানা। গত বছরের ৭ ফেব্রুয়ারি কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর ১৩ অক্টোবর চালু করা হয়।
চলতি বছরের ৩ জানুয়ারি যান্ত্রিক ত্রুটির (রি-অ্যাক্টরের সমস্যা) কারণে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামতের পর ২৬ ফেব্রুয়ারি আবার উৎপাদন শুরু হয়। দেড় মাস নিরবচ্ছিন্ন উৎপাদন চললেও গত ১১ এপ্রিল গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় কারখানাটি আবার বন্ধ হয়ে যায়। সম্পূর্ণ গ্যাসনির্ভর এ কারখানায় পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য দৈনিক ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। অন্যদিকে কর্ণফুলী ফার্টিলাইজার লি. (কাফকো) ৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান বলেন, কারখানা প্রতিষ্ঠার সময় যে মেশিনারিজ সেগুলো মেরামত করেই কারখানা চলছে। নতুন করে কোনো মেশিন বসানো হয়নি। পুরোনো যন্ত্রাংশের কারণে এমনিতেই উৎপাদন কমে গেছে। তার উপর গ্যাস সংকটের কারণে বছরে তিনমাসের বেশি কারখানা চালু থাকে না। নিরবচ্ছিন্ন গ্যাস পেলে সিইউএফএল একটি অন্যতম লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিউল আজম খান বলেন, গ্যাস সংকটের কারণে সিইউএফএলে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। গ্যাস সরবরাহের বিষয়ে সরকারের পক্ষ থেকে নির্দেশনা পাইনি।
চট্টগ্রামের আনোয়ারায় গ্যাসের অভাবে ৯৮ দিন ধরে বন্ধ রয়েছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। এই তিনমাসে ৪৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। কারখানা চালু থাকলে প্রতিদিন ১২০০ মেট্রিক টন সার উৎপাদন হয় । যার বাজার মূল্য ৪ কোটি ৫৬ লাখ টাকা।
এছাড়া কারখানা বন্ধ থাকায় ৯ শতাধিক শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা, গ্যাস বিল, ইলেকট্রিক বিলসহ প্রায় প্রতি মাসে ১০ কোটি টাকার মতো নগদ ভর্তুকি দিতে হচ্ছে। গত ১১ এপ্রিল গ্যাসের অভাবে কারখানাটির ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
তবে পাশেই অবস্থিত বহুজাতিক সার কারখানা কাফকোতে গ্যাস সরবরাহ অব্যাহত আছে। অথচ কাফকো থেকে সিইউএফএলের সারের দাম কম। কাফকোর সার আন্তর্জাতিক বাজার দরে সরকারকে ডলার দিয়ে কিনে ভর্তুকি দিয়ে কৃষকের কাছে বিক্রি করতে হয়।
২০২৩-২৪ অর্থবছরে মাত্র পাঁচদিন চালু ছিল সরকারি এ সার কারখানা। গত বছরের ৭ ফেব্রুয়ারি কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর ১৩ অক্টোবর চালু করা হয়।
চলতি বছরের ৩ জানুয়ারি যান্ত্রিক ত্রুটির (রি-অ্যাক্টরের সমস্যা) কারণে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামতের পর ২৬ ফেব্রুয়ারি আবার উৎপাদন শুরু হয়। দেড় মাস নিরবচ্ছিন্ন উৎপাদন চললেও গত ১১ এপ্রিল গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় কারখানাটি আবার বন্ধ হয়ে যায়। সম্পূর্ণ গ্যাসনির্ভর এ কারখানায় পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য দৈনিক ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। অন্যদিকে কর্ণফুলী ফার্টিলাইজার লি. (কাফকো) ৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান বলেন, কারখানা প্রতিষ্ঠার সময় যে মেশিনারিজ সেগুলো মেরামত করেই কারখানা চলছে। নতুন করে কোনো মেশিন বসানো হয়নি। পুরোনো যন্ত্রাংশের কারণে এমনিতেই উৎপাদন কমে গেছে। তার উপর গ্যাস সংকটের কারণে বছরে তিনমাসের বেশি কারখানা চালু থাকে না। নিরবচ্ছিন্ন গ্যাস পেলে সিইউএফএল একটি অন্যতম লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিউল আজম খান বলেন, গ্যাস সংকটের কারণে সিইউএফএলে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। গ্যাস সরবরাহের বিষয়ে সরকারের পক্ষ থেকে নির্দেশনা পাইনি।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
১ ঘণ্টা আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
২ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৩ ঘণ্টা আগে