হাসিনা পালিয়েছে, তার দোসররাও ভারতে পালাবে

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২১: ৪৯

শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, তার রেখে যাওয়া দোসররাও ভারতে পালাতে বাধ্য হবে- এমন মন্তব্য করেছেন রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বুধবার সন্ধ্যা ৬টায় রাউজানে সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে এই দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আর কোনো স্বৈরাচার আমরা চাই না। আওয়ামী লীগ বার বার ষড়যন্ত্র করার চেষ্টা করছে। দেশে অগ্নিসন্ত্রাস সৃষ্টি করে নাশকতা করছে। মানুষের প্রাণহানি করছে। শেখ হাসিনা জুলাই আন্দোলনে এতোগুলো মানুষ হত্যা করেও স্বাদ মিটেনি, তাই আবারো লকডাউন দিয়ে হত্যাকাণ্ডের পায়তারা করে যাচ্ছে।’

বক্তারা আরও বলেন, ‘কাল হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে। আমাদের দাবি, তাকে সর্বোচ্চ সাজা ফাঁসি দেয়া হোক। এটাই হাসিনার প্রাপ্য। রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোপনে ষড়যন্ত্র করছে। আমরা বলে দিতে চাই, হাসিনার দোসরদের আর ঠাই বাংলাদেশে হবে না।’

মশাল মিছিলটি উপজেলা সদরের মুন্সিরঘাটা থেকে শুরু করে রাঙামাটি মহাসড়ক প্রদক্ষিণ করে ফকিরহাট হয়ে পূনরায় দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়।

মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা সৈয়্যদ মঞ্জুরুল হক মঞ্জু।

ছাত্রনেতা আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য মিছিলে দেন, বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী, মোজাম্মেল হক, এম মাসুদ আলম, এম এম ইউসুফ, ইকবাল চৌধুরী, একরাম মিয়া, আব্দুল মান্নান মনি, শাহাদাত মীর্জা, মো. আলী সুমন, প্রমূখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত